কালের স্বাক্ষী বহন কারী মেঘনার তীরে গড়ে উঠা দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনায় দ্বী-খন্ডিত ১নং মলংচরা ইউনিয়ন। এই ইউনিয়নের মানুষের কাছে এক আতঙ্কের নাম মেঘনা নদী। মেঘনার রাক্ষসী থাবায় ইউনিয়নের অনেক অংশ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। আবার মেঘনা নদী এখানকার মানুষের উর্পাজনের প্রধান অবলম্বন। কাল পরিক্রমে আজ মলংচরা ইউনিয়ন শিক্ষা ,দীক্ষ,ধর্মীয় শিক্ষা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকিয়তায় সমুজ্জল।
ক) নাম ঃ ১নং বড় মলংচড়া ইউনিয়ন পরিষদ খ) আয়তন ঃ ১৫বর্গ কিমি গ) লোকসংখ্যা ঃ ৮৫০০জন (প্রায়) জন্ম নিবদ্ধন রেজিষ্টার অনুযায়ী ঘ) ওয়ার্ড সংখ্যা ঃ ০৯টি ঙ) গ্রামের সংখ্যা ঃ ০৩টি চ) হাট/বাজার সংখ্যা ঃ ০২টি ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যমঃ রিক্সা ও টেম্পু এবং টলার জ) শিক্ষার হার ঃ ২০% (পুরুষ ১৫% ও মহিলা ০৫%) সরকারী প্রা:বিদ্যালয় ০৫ টি বেসরকারী রেজি:প্র:বি: ০০ টি উচ্চ বিদ্যালয় ০০ টি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ০১ টি মাদ্রাসা- ০১ টি ঝ) দায়িত্বরত চেয়ারম্যান ঃ জনাব মোঃ নূরনবী সিকদার ঞ) নতুন ভবন উদ্ধোধন ঃ প্রযোজ্য নহে ট) নির্মান কাল ঃ নির্মানাধীনঠ) গ্রাম সমুহের নাম ঃচর জহির উদ্দিন (১নং বড় মলংচড়া),নিশ্চিন্তপুর,মহাদেবপুর। ড) ইউনিয়ন পরিষদ জনবল ঃ ১) নির্বাচিত পরিষদ সদস্য -১৩ জন ২) ইউনিয়ন পরিষদ সচিব -০১ জন ৩) দফাদার -০০ জন ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ -০৪ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস